প্রেমের স্ট্যাটাস (টপ ১০)

 

যদি তুমি ভালবাসা চোখে

তাকাও দেখবে কতটা মায়া

আর ঘৃণার চোখে তাকিয়ে

দেখো খুজেও পাবে না। আমার ছায়া।

যেখানে যতন করে রেখেছ এই মন,
সেখানে রেখগ আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে থাকি
সারাখন মনে থাকে ভয়
তোমারি বুকের মাঝে
যেন আমার নিরাপধ আশ্রয়।
রাগী মানুষদের মন ভালো হয়
তাই তো নিজেকে দেখি আর ভাবি
পৃথিবীতে আজও ভালো মানুষ আছে!
অল্প অল্প করে তুমি এ
হৃদয়ে এ প্রেম জাগালে,
তাইত আমি পাগলের মত 
ভালো বাসি তোমারে,
সারা জীবন তোমার
সাথে করতে চাই বসবাস।
যতবার নিজেকে নিয়ে ভাবি!
ঠিক ততোবারই 
তোমাকে মনে পড়ে
জীবনে অনেক
স্বপ্ন আছে সেগুলা
জামাইয়ের টাকা দিয়া
পূরণ করতে চাই
Arts স্টুডেন্টদের মনে
কোনো ছলনা থাকে না
তাদের মনে থাকে
অফুরন্ত ভালোবাসা




Post a Comment

0 Comments